ভিনদেশি পুতুলের মতো
তোমার চোখের কোণায়
অস্পষ্ট ব্যাকুলতা অদৃশ্য গলায়
প্রশ্ন করে : এরপর কী স্বপ্ন দেখব?
ওড়নার গাড় নীল জমির উপর
ঘন লাল নক্শার নিদ্রাহীনতা
মুঠোভরা ভালোবাসার পঙ্ক্তিমালা
ছড়িয়ে নিঃশব্দে হাসতে থাকে...
অসাধারন দাদা ।
💖
অসাধারন দাদা ।
উত্তরমুছুন💖
উত্তরমুছুন