মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : কাজল সেন

 

সত্তরের দশক 

 

সত্তরটা বছর অতিক্রান্ত হলো আমার জীবনে। নেহাত কম কিছু নয়! সত্তরটা বছর! একটা ম্যাজিক নম্বর

ভেবেছিলাম তাই এই জন্মদিন উদযাপন করা যাক সেই ম্যাজিক নম্বরের কথা মনে রেখে। আসলে বিগত শতাব্দীর সত্তরের দশকে যে পুনর্জন্ম হয়েছিল আমার! বদলে গেছিল প্রতিদিনের অভ্যস্ত সময়ের বাঁক। খসে খসে পড়ছিল যাবতীয় বস্তাপচা ক্ষয়িষ্ণু মতবাদ। বদলে যাচ্ছিল আমার আমাদের চারপাশ। দশকটা ছিল মুক্তির দশকের স্লোগানে সোচ্চার।

 

আমিও ছিলাম এক মুক্তিকামী। আমিও সেই উত্তাল সত্তরের কবি

 

কিন্তু না, কোনো আড়ম্বরই ছিল না সত্তরের জন্মদিনে আমার। কাটা হয়নি কেক, রান্না হয়নি পায়েস। সত্তরের কবির স্বপ্ন স্বপ্নেই হয়েছে বিলীন। মুক্তির দশক শৃঙ্খলিত হয়েছে আরও জটিল শৃঙ্খলে। জমেছে আবর্জনা সময়ের গায়ে। তবে কি সত্তরটা বছর বৃথাই অতিক্রান্ত হলো আমার জীবনে!

 

৬টি মন্তব্য:

  1. এই প্রশ্ন আমারো। উত্তর জানা নেই।

    উত্তরমুছুন
  2. সত্যিই তো! মুক্তির দশক আরও শৃংখলিত হয়েছে আজ!

    উত্তরমুছুন
  3. নামহীন নই স্যার !অধমের নাম- দেবাশিস সরকার।

    উত্তরমুছুন
  4. স্বপ্ন কিছুই ভুল ছিল না, আসলে পৃথিবীর নিয়মগুলো বড়ো জটিল! সত্তরটা বছর আনন্দের সাথে, যুক্তির সাথে, লড়াই এর সাথে অতিক্রম করেছো - এজন্যেই এই অনুজের আন্তরিক অভিনন্দন!

    উত্তরমুছুন
  5. স্বপ্ন কিছুই ভুল ছিল না, আসলে পৃথিবীর নিয়মগুলো বড়ো জটিল! সত্তরটা বছর আনন্দের সাথে, যুক্তির সাথে, লড়াই এর সাথে অতিক্রম করেছো - এজন্যেই এই অনুজের আন্তরিক অভিনন্দন! - সমরেন্দ্র বিশ্বাস

    উত্তরমুছুন