পিয়ানো
ইচ্ছেমতন ভাবতে গিয়েও ভাবতে
পারি না। সব ভাবনা সুতো ছিঁড়ে
এখান ওখান উড়তে থাকে।
খোলনলচে বদল হয়ে
ঘুমিয়ে পড়ে অন্ধগুহায়;
তবুও প্রাণ
আপনি নাচে মধ্যরাতে ঘুম ভেঙে।
থাকে না তার কোনও টান,
প্রেমিক হয়ে সর্বদা
খোলে তালা বন্ধ ঘরের…
ঘড়ির কাঁটা দাঁড়িয়ে থাকলেও
পরোয়া নেই; নিজেই আকাশ, বসুন্ধরা
লক্ষ চাঁদের আলোয় আলোয় পিয়ানোতে
বদলে ফেলে জীবনধারা; তারপরে সেই
মনিমালা, অরুন্ধতী — গল্পদাদুর ছেলেবেলা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন