মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : সোনালি বেগম

 

রুপোর কাঁটা

 

রজকপল্লিতে রজকিনী রামী চন্ডীদাস

                       কবিতার অঙ্গ প্রত্যঙ্গ অবিরাম

অনাবৃত বক্ষ পাথরের উপর

                      আছড়িয়ে পড়ছে প্রশস্ত নীল শাড়ি।

পুকুরঘাট তালগাছ সহস্রবার ঘোরাঘুরি

সাপ মেঠোইঁদুর রহস্যময় হাসি আর ভাঙা চাঁদ –––

ডুবে যাওয়ার সাধ হলে হাত টেনে ধরে

কে গো তুমি লঙ্ঘিত-আইন চঞ্চল-ঝাঁপ!

ডানায় পাখশাট নিশাচর কোনো –––

শুভদৃষ্টি স্রোতের ধারে লালপদ্ম বর্ষার কলরব 

নিভৃতে দাঁড়িয়ে চুলের খোঁপায় গুঁজে নেয়

                       রুপোর কাঁটাগুলি

ঘাড়নত নববধূ –––

        দৃষ্টিতে থাকে অবাক বিস্ময় আর শত শত ভুল

বুকের পাঁজরে ঘুণ, বাজে দুটি হাতে সোনার কঙ্কন...

২টি মন্তব্য:

  1. চমৎকার।বুকের পাঁজরে ঘুণ,বাজে দুটি হাতে সোনার কঙ্কণ

    উত্তরমুছুন
  2. সৌমিত্র চক্রবর্তী১৪ নভেম্বর, ২০২২ এ ১০:২২ AM

    মন উদাস করা কবিতা। অসম্ভব ভালো লাগলো।

    উত্তরমুছুন