মেঘবাদক
ভেঙে যাওয়া বেড়ার গায়ে অনুভবের ঢেউ
অস্তমেঘ জড়িয়ে গাছেদের একাকিত্বের সুর
হলুদ পোশাক ছুঁয়ে উঠে আসে তরুণ কবি
অজস্র হাহাকার তার ব্যাগের গভীর ছায়ায়।
তবুও সাঁতরে নামে জলে, আঙুলে কলম গাথা
চশমা খুলে পড়ে ফেনার ভিতর, ননতা হয় ঠোঁট
জল ভাঙেনা আর রাত্রির চোখে ঘুম
এর পরেও কি নেশার শরীর আড়াল করে কবিতা!
কোন পথে পালাবে, সব কুহেলী বিছানো...
কালো ঝড়ের ছমছমে দৃশ্যছবিগন্ধময়
যেন রিডে ফেলা একটি বাতাসের শিস্
গান হয়ে ঝরে পড়ে অসমাপ্ত প্রেমের নৌকায়।
নায়িকাটি মেঘবাদকের খবর রাখেনি কোনোদিন
তার আশা যাওয়ায় কেবল আঁশগন্ধ
পুড়তে থাকে নাচনি জলপ্রপাতের ধূসর উঠোন
এবং কবির রসকলি বুননের বেঠিক জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন