শনিবার, ১ অক্টোবর, ২০২২

বর্ণশ্রী বকসী-র কবিতা

চঞ্চল চোখ

 

উতল হাওয়ার হাত ধরে পথ চাওয়াতেই বিভ্রান্ত 

অনেক সময় ঠিক বেসুরো বাঁশির মত অনাবাদি,

মেয়েটির চোখের তারার চঞ্চলতা কাকে যেন খোঁজে

বেহাগের সুর কর্দমাক্ত ঘ্রাণ হয়ে ঝরে পড়ে বুকে।

 

কিছু গোপন কথা লুকানো পাঁজরের তলায় স্হির

মৃত শরীরের শীতলতায় জড়ানো কান্নার গুঞ্জন –––

মৃদু অথচ দৃঢ় প্রত্যয়ে বিপ্লবের স্ফূলিঙ্গ ছড়িয়ে যায়

কবোষ্ণ রক্তের স্রোত নতুন ভোরের ছবি আঁকে....

 

নয়না বেহেস্ত এর নীল রঙের বাহারি মসনদে ওড়ে

জন্ম মুহূর্তের আর্তরবে প্রকাশিত আনন্দধ্বনি –––

নাবিকের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার জাগিয়ে রাখে 

আসলে বিবর্তন তত্ত্বের সূত্র দিয়ে জীবনের অবিচ্ছন্নতা।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন