শনিবার, ১ অক্টোবর, ২০২২

পাপড়ি গুহ নিয়োগী-র কবিতা

গাছ


বালিশভর্তি দীর্ঘশ্বাস নিয়ে ভোর রাতে কান্না পেলে

গল্পের হাত ধরে বাকলে জড়িয়ে যাই

রোদেরও কষ্ট হয় পাতাহীন ডালে

 

পরিযায়ী ব্যাকুলতায়

পারফিউমকে মাঝে মাঝে গাছ বলে ডাকি

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন