দিনে হবে না,রাত্রে এলে কথা হবে
এই অশ্ব কানা-চৈতন্যের, চোখের কাজলে ভিজে যাওয়া মীন
রাশির,রাহু-র করস্পর্শে শিহরিত
আমরা যারা নিচু-ক্লাসের মিস্ত্রি, নোংরার কাজ করি মেঘের নিচে
রিক্সায় বিশ্বকর্মা যখন ফিরে আসেন
বস্তিতে, মধ্যরাত,মদে বসন ভিজে আছে,গলিতে কারেন্ট নেই, ছায়া
সরু হয়ে যায় বিধবার মতো, ঠিক যেন এক ঘটি
জলের মতো চাঁদ আকাশে রাখা,যেন এক থালা চাল-ভাজার মতো
একরাশ নক্ষত্র ছড়িয়ে, তখনই কেবল কথা কই,দিবসে
মুখে বাক্য রোচে না।
দিনে আমাদের কবিতারা ঝি খাটতে যায় বাবুদের বাড়ি, বাসি কাপড়
ধোয়,ঝাড়ু দিয়ে চন্ন-সুয্যি পোস্কার
করে,বাসন মেজে ঝাঁ-চকচকে করে তুলে ওদের দ্রুত ছুটে চলে যাওয়া গতির
সঙ্গে সত্যেন দত্তের ছন্দ-কে রেফার করে আপনার
খুব আনন্দ হয়,সুখে চোখের কোণায় মধু ঝরে পড়ে ফোঁটা ফোঁটা........
আমাদের ক্লেশ,ক্ষুধা, পরিশ্রমের গন্ধে থম মেরে থাকা আন্ধারির
মধ্যে পদ্য নেই, খিস্তি,শাপ,অভাবের গায়ে
একটু কেচ্ছার গদ্য থাকতে পারে, যা আপনাকে কিছুক্ষণ সুড়সুড়ি দেবে
হয়তো, বাট কবিতা ইজ নট রিচেবেল দেয়ার, তবু ভুল কি হয়
না?সেদিন আকাশ-পাতাল এক হয়ে যায়, সস্তা,তলতা বাঁশিতে ফুঁ
দিয়ে আমাদের কেউ নিশি-কে নামিয়ে আনে,লোক-পরলোকের
সীমানা হারিয়ে যায়,নেশা ঝমর ঝমর শব্দে
বাজছে,কবিতা-কে দেখা গেল কারুর দাওয়ায় এসে বসেছে,পরনে ময়লা
ছাপার শাড়ি, দু'হাতে আলো,খুব আলো,অন্ধকার, অন্ধকার.......
সেইজন্যে বলেছি,দিনে হবে না,রাত্রে এলে কথা হবে.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন