এ ছাড়া সে আর কিছু বোঝে না
পোল্যান্ডের রিফিউজি ক্যাম্পের সদ্য হাঁটতে
শেখা শিশুটা বোঝে না
কেন মারিউপলে তীব্র বোমা বর্ষণ হচ্ছে।
বোঝে না ক্ষমতালোলুপ এক যুদ্ধবাজ দানবের
মাথার ঘিলুর বিকৃত রাসায়নিক ক্রিয়াকলাপ।
সে বোঝে না
কেন এত লোক একসঙ্গে এক জায়গায়
সে বোঝে না
কেন দুধ খাওয়ার সময় মায়ের
হাসিমুখটা আর দেখতে পাচ্ছে না।
রাতের অন্ধকারে লেসার মিসাইলের তীব্র
আদান প্রদানের বদলে দেখেছিল এক স্নিগ্ধ
মোহময় সফেদ গোল ----
কানে শুনেছিল, আয় আয় চাঁদমামা খোকাকে টিপ
দিয়ে যা।
সে বোঝে শুধু
মাটিতে জল দেয়, আদর করে
হাওয়া দেয়, আলো দেয়
এক বিশ্বস্ত পুরুষ আর এক মহিলা।
এ ছাড়া সে আর কিছু বোঝে না।
যুদ্ধ ছাড়া সেও আর কিছু বোঝে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন