শনিবার, ১ অক্টোবর, ২০২২

অমৃতেন্দু মণ্ডল-এর কবিতা

বকুল

ঝরে পড়া বকুলের ঘূর্ণি আর

ঘূর্ণি থেকে ভেসে আসা একটুখানি গন্ধ

তার সঙ্গে দেখা হলো একখন্ড নিঃস্ব মেঘের

মেঘ ও গন্ধের মধ্যে কোনো কথা হলো না

কেউ কাউকে বলল না, আমি তোমাকে ...

অথচ একে অন্যকে ছেড়ে নড়তেই পারলো না

সেই থেকে সুগন্ধ পেলো একজোড়া ডানা

আর মেঘের বুকে সঞ্চারিত হলো

খুশিতে লাফিয়ে পড়ার মতো জল।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন