স্বাধীনতা
পাখিদের মতো শিস দিই
দৈত্যের মতো থাবা এগিয়ে এসেও
ফিরে যায়
শিসধ্বনি ডিঙাতে পারে না।
কোনো আর্তনাদ নয়, চঞ্চলতা নয়
এই শব্দবোধ শিখেছি তোমার কাছে
শিখিয়েছ প্রয়োজনে উচ্ছ্বাস গোপন
করার সহজ পথগুলো
এই স্বাধীনতা পাখির মর্যাদা চায়
ছোটো ছোটো উড়ে যাওয়া
ছোটো ছোটো স্বপ্নের চাহনি
আদিগন্ত আকাশের কাছে পৌঁছে যায়।
জীবনের রূপকথা
দিগন্তের খুব কাছে থাকে
এক একটি বন্দর ছেড়ে
সিন্ধুর গোপন সত্য খুঁজে ফিরি আমি
আশ্চর্য বশীকরণমুদ্রায় তুলেছি
মৃত্যুর ভঙ্গিমাগুলি
যেভাবে লিখেছ তুমি পরবাস
আমার ললাটে তেমনই এ কররেখা
এঁকে বেঁকে চলে যেতে চায়
নির্জন দ্বীপের নরম আলোর কাছে।
Ei swadhinata pakhir marjyada chaay. Darun legechhe Jamal.
উত্তরমুছুনদারুণ কবিতা।
উত্তরমুছুনবাহ খুব সুন্দর জামাল। সুতপন
উত্তরমুছুন