শনিবার, ১ অক্টোবর, ২০২২

নাসের হোসেন-এর কবিতা

পাপেট থিয়েটার

 

বড়ে গোলাম আলি- ভোকাল শব্দবিন্যাসের পাশেপাশেই

দেওয়ালে ঝুলছে নানা-রকমের পুতুলআর কতরকমের

মুখোশএইসব পুতুল  মুখোশের প্রকৃত কারিগর

ছিলেন রঘুনাথ গোস্বামীতিনি সুতোয়-টানা পাপেটও

 

নির্মাণ করেছিলেননির্মাণ করেছিলেন আস্ত একটা

পাপেট থিয়েটার যেখানে একসময় নিয়মিত পুতুলখেলা

দেখানো হতযা দেখতে-দেখতে কখন যেন মনে পড়ে যায়

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুলনাচের ইতিকথা।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন