শনিবার, ১ অক্টোবর, ২০২২

কামাল হোসেন-এর কবিতা

শ্রবণের আয়ত্বের বাইরে

সেই অচেনা তরঙ্গের বৃত্তে
গ্রীবা বাঁকিয়ে হয়তো শুনছো
তোমাকে ঘিরে ঝাঁপিয়ে পড়া
অদৃশ্য কসমিক সিম্ফনি,
নশ্বর শ্রবণের কাছে শব্দহীন ঢেউ শুধু,
শব্দতরঙ্গ দৈর্ঘ্যের বেলুনে ভাসতে ভাসতে
সৌরজগতের অর্ধেক ছায়াপথ অতিক্রম
করতে করতে তোমার আশ্রয় সেই নিরালা কেবিন 
আর সুগন্ধি ব্যবহারের রীতিনীতি!

'প্রেম কি শেষ পর্যন্ত বিরক্তিকর যবনিকা?'
সত্যি সত্যি এই জটিল রহস্যময় বিতর্ক 
প্রতিযোগিতার শেষে ক্লান্ত ও হা-ঘরে
একটি কুকুর, হাঁটতে হাঁটতে পলাশপুরের
বিকাশ রাইস মিলের সামনে উৎকর্ণ হয়ে
হঠাৎ দাঁড়িয়ে পড়ে, সেদ্ধ ধান থেকে নির্গত
সোঁদা ভাতের গন্ধ তার খিদেকে আরো
তীব্রভাবে বাড়িয়ে দেয়, জিভ বের করে
আদিম পৃথিবীর অনন্ত খিদে নিয়ে সেই
অভুক্ত কুকুর গন্ধ শুঁকতে শুঁকতে হঠাৎ
চিৎকার করে ওঠে পুকুরের ফ্রেম ঝাঁকিয়ে

সেই প্রচন্ড চিৎকার একসময় শ্রবণের
আয়ত্বের বাইরে ছড়িয়ে যায় অ্যালগির
মতো, পরস্পর-বিচ্ছিন্ন, অথচ কাছাকাছি
কেউ না কেউ থাকে হাত বা পা ছুঁয়ে, থাকবেই 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন