শনিবার, ১ অক্টোবর, ২০২২

মলয় রায়চৌধুরী-র ঝুরোগল্প

বর্মভেদ

 

তুমি কখনও প্রেমে পড়েছো শ্যামসুন্দর?

নাহ, কীভাবে যে প্রেমে পড়ব তাইই তো জানি না নিঃশব্দে নিজেকে শ্যামসুন্দর বলল, শঙ্খমালার পাশে শুতে চাই, শঙ্খমালার পাশে শুতে চাই, জান্তব সুস্বাদু আগুনে জ্বলতে চাই, পার্থিব সবকিছু ভুলে যেতে চাই 

কখনও প্রেমে পড়োনি? প্রেম বেশ ভয়ংকর সম্পর্ক, বুঝলে? প্রেম তোমাকে  অরক্ষিত করে তুলবে। প্রেম তোমাকে দখল করে নেবেতোমার হৃদয়কে আরেকজনের কাছে মেলে ধরবে। অদ্ভুত ব্যাপার, বুঝলে? প্রেমের মানে হল যে, কেউ তোমার ভেতরে সেঁদিয়ে তোমাকে বিভ্রান্ত করে দেবে। তুমি  যে সমস্ত প্রতিরক্ষা গড়ে তুলেছো, হয়তো  তুমি একটা পুরো বর্ম তৈরি করে রেখেছো, যাতে কোনও কিছুই তোমাকে আঘাত করতে না পারে, তারপরে একজন বোকা যুবতি, যে অন্য আরেক বোকা মেয়ের থেকে আলাদা নয়, তোমার বোকা জীবনে ঢুকে ঘুরে বেড়াবে তুমি তাকে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ টুকরো দিয়ে দেবে, অথচ সে তা চায়নি  

না, না, আমি চাই, আমি ওকে চাই, শঙ্খমালা এমনভাবে চিৎকার করে উঠলো যে সকলে ওর দিকে তাকাতে বাধ্য হলো, ক্যাম্পারভ্যান চালক জীমূতবাহনও 

শঙ্খমালা কিন্তু বোকা নয়, বলল শ্যামসুন্দর।

আরে, ভবতারিণী জেনেরাল প্রেমের কথা বলছে, তোর বিষয়ে নয়, তুই ভড়কে যাচ্ছিস কেন, পেয়ে তো গেছিসই। বলল অমিতবিক্রম

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন