বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

বাণী চক্রবর্তী-র অনুবাদ কবিতা

চার্লস ল্যাম্ব

দেখতে চাই

আমার সঙ্গী ছিল 

ছিল খেলার সাথী

সেই সুদূর ছেলেবেলায়---

সেই খুসীর পাঠশালায়

সবই এখন অতীত

হারিয়ে গেছে হারিয়ে গেছে

পুরণো সব মুখ !!

আমি এখন নেশায় হাসি

নেশাতেই বুঁদ হই---

দেরিতে খাই দেরিতে বসি

বক্ষলগ্ন অসুখ নিয়ে শুই!

 

সবই এখন অতীত...

হারিয়ে গেছে হারিয়ে গেছে

পুরনো সব মুখ !!

অশরীরির মত আমি 

বাল্যকালেই ঘুরি--

 এই পৃথিবী মরুভূমি 

সেটাই মনে করি।

আমি ঘুরে বেড়াই

খুঁজে বেড়াই-- কোথায়  আছে সুখ

দেখতে চাই দেখতে  চাই

পুরণো সব মুখ!!


[Charles Lamb (10thFeb.1775-.27Dec1834). চার্লস ল্যাম্ব ইংল্যান্ডের এক সাধারণ  পরিবারে জন্মগ্রহণ করেন। রোমান্টিক যুগের এক বিষন্নপ্রাণ সাহিত্যিক তিনিছোটগল্প,আর্টিকেল এবং  ক্রিটিক হিসেবে বিখ্যাত। তাঁর লেখার স্টাইল খুব সাবলীলসংবেদনশীল এবং হিউমার‍ যুক্ত। নিজস্ব সুখ দুঃখের অভিজ্ঞতালব্ধ তাঁর লেখা।এসেজ অফ এলিয়া","টেলস অফ শেক্সপিয়ার "ইত্যাদি উল্লেখযোগ্য। বেশ কিছু কবিতাও তিনি লিখেছেন।  কবিতাটিতে তাঁর  বন্ধু-প্রিয়তার পরিচয়  পাওয়া  যায়। কোলরিজ বাল্যকাল থেকেই অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন এবং কোলরিজ মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই ৫৯ বছর  বয়সে তিনি মারা যান। ওয়ার্ডসওয়ার্থ শেলী সহ আরও  অনেক কবিবন্ধু তাঁর  ছিলো।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন