বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

অলোক বিশ্বাস-এর ঝুরোগল্প

মেঘ-বৃষ্টির ঝাঁ-ঝাঁ-ঝাঁ 

 

করোনা বিষয়ক যাবতীয় কথা শিফট 'রে যাচ্ছে অন্য গল্পে। বহুতলের শীর্ষ ব্যালকনি ভাসছে পূর্ণ চাঁদের আলোয়। বহুতল থেকে দ্যাখা আলো ঝলমল অসাধারণ কোলকাতা। মনে পড়ে লংড্রাইভে বেরিয়ে পড়ার স্মৃতি। ত্রিবেণীর বাউল মেলায় গান। শুনতেশুনতেশুনতেভোর হয়ে এসেছিলোমনে পড়ে।

মেঘ আর বৃষ্টিদুজনেই ডাক্তার। ওরা দিনের পর দিন শুনেছে করোনায় সংক্রমণে রোগীদের আর্তনাদ। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়া প্রচুর মানুষ। সন্তান হারানো অসহায় বাবা মায়ের নিরন্তর কান্না। মাত্র কয়েক মাসের মধ্যে করোনায় আক্রান্ত মৃত্যুর মিছিল দেখেছে দুজনে। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির ঘটনা দেখেছে। 

আশ্চর্যরকমভাবে দুজনেরই জন্মদিন পনেরোই অগাস্ট। জন্মদিনে ওরা কোনো মৃত্যু নিয়েকান্না নিয়ে কথা বলতে চাইছে না। জন্মদিনের গল্পে চলে আসছে ছাদের বাগানসমুদ্রের জলোচ্ছ্বাসনাথুলা পাসের বিস্তীর্ণ বরফাচ্ছাদিত পর্বতশিশির মাখা ঘাসে ব্রিগেডের মাঠে প্রাতভ্রমণ আর অবশ্যই জীবনে প্রথম চুমু খাওয়ার শিহরণ।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন