শুক্রবার, ১ জুলাই, ২০২২

সুবীর ঘোষ-এর কবিতা

পুরোনো না


এই অল্প মন্দিরের জীবনে

দ্বারভাঙ্গা শ্মশানের দিকে হাত বাড়াই

সাক্ষাতে যা  বলবার কথা ছিল

পাখির ডানা থেকে বাষ্প খসে যাবার আগে

তা সেরে নিলে ভালো হত

অনেক পুরোনো না-দের

তুলে রেখেছি শতাব্দীহীন কুলুঙ্গিতে

বড়ো মনখারাপের রুগি সবাই

যেখানে যা দেখছি কিছুতেই কেন

নোঙর বসছে না 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন