শুক্রবার, ১ জুলাই, ২০২২

বর্ণশ্রী বকসী-র কবিতা

বৃষ্টিস্নাতা

 

জলের তীব্রতা ছুঁয়ে ছুটে চলেছে সভ্যতা সামনে

দূরের নৌকার গলুইয়ে ক্ষীণ আলোক রেখা-

অনন্ত জীবনের চিত্রনাট্য লেখে সময়ের কলম

রিমঝিম বৃষ্টির ধারায় ধুয়ে যায় মালিন্যের মন।

 

নতুন রাস্তার ধারে গজিয়ে ওঠে চায়ের আস্তানা

নেশাতুর প্রকৃতির মহুল মদিরায় জেগে ওঠে কাঙ্ক্ষা,

বিসর্জনের ঢাক বেজে উঠলেই হাত কয়েক দূরে

কার আগমন বার্তা আনন্দ বাতাস বয়ে আনে।

 

সবুজায়নের মন্ত্রপাঠ চলে বৈদিক রীতিতে 

মেয়েটি বর্ষণ শেষের স্নাতা,শাড়িতে লিপ্ত শরীরে 

দৃঢ় প্রত্যয়ের চিহ্ন!অকস্মাৎ কোথায় যেন বাঁশির

এলায়িত সুরের কম্পন রেশ কাটে বিরহী মনে.....

 

1 টি মন্তব্য: