শুক্রবার, ১ জুলাই, ২০২২

তৈমুর খান-এর কবিতা

মুখ

  

 পৃথিবীজুড়ে ধর্মরা ঘর বানাচ্ছে

 পৃথিবীজুড়ে মানবেরা মরে যাচ্ছে

 

বহুদিন পর কোনো প্রত্নসন্ধানী

 এই পথে আয়না নিয়ে এলে

 ইতিহাসেরা মুখ দেখবে:



কোথাও রক্তাক্ত মুখ

 কোথাও  বিদ্বেষের নৃশংস গর্জন

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন