শুক্রবার, ১ জুলাই, ২০২২

দুর্গাদাস মিদ্যা-র কবিতা

স্বপ্নের উড়ান


অভাবনীয় চিন্তার ভাঁজ খুলে দেখো

কীভাবে উড়ে যায় স্বপ্নেরা আপন পাখায়। 

খোলাচুলে ঝুলে থাকা ফুল অকুল পাথার

খোঁজে প্রেমের। অনুলিপি প্রতিলিপি সব 

 পাশাপাশি হাঁটে  অচেনা ছবির মতো। কত 

 লুটপাট হয় প্রতিদিন সাত বাড়ি থেকে  রেখে

যায় পাষাণ চিহ্ন তার। গভীর ব্যাকুলতার ছাপ 

পড়ে থাকে। অশালীন কিছু দৃশ্যের  মতো গায়ে

 সেঁটে থাকে  সে। 

তারপর একদিন বয়সের ভারে খসে পড়ে 

জীবনের যত আহ্লাদ উৎসব, অনুভবে বোঝা

 যায় সব কিছু বেশ বেমানান প্রাপ্তির অবস্থান। 

 

 খুশিমতো উড়ে যেতে পারো এখন। 

 

1 টি মন্তব্য: