কবিতা (১২৭)
স্বপ্নে ভয় পেয়ে দ্যাখো
মহাদ্রুম শব্দগতিতে সরে যাচ্ছে অন্য মেরুতে
পিশাচেরা সাজে পরে আলোর চাদর, রক্ত মাখে ঠোঁটে
সিদ্ধার্থ তখনও স্থির—পাথরপ্রতিম, স্মিতহাস্যময়...
তুমি তো চিত্রকর নও অথবা প্রাচীন পটুয়া
সরল মানুষ তুমি, এ কথায় স্ববিরোধ নেই
এ সকল বুঝেছি বলেই
পিঠে হাত রেখে ছুঁয়ে থাকি, আর
দিঘির পদ্মগুলি শত দল ম্যালে রাত-নিরালায়—
পাশ ফিরে তুমিও ঘুমোও...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন