শুক্রবার, ১ জুলাই, ২০২২

প্রণব বসুরায়-এর কবিতা

কবিতা (১২৭


স্বপ্নে ভয় পেয়ে দ্যাখো

মহাদ্রুম শব্দগতিতে সরে যাচ্ছে অন্য মেরুতে

পিশাচেরা সাজে পরে আলোর চাদররক্ত মাখে ঠোঁটে

সিদ্ধার্থ তখনও স্থিরপাথরপ্রতিমস্মিতহাস্যময়...


তুমি তো চিত্রকর নও অথবা প্রাচীন পটুয়া

সরল মানুষ তুমি কথায় স্ববিরোধ নেই 


সকল বুঝেছি বলেই

পিঠে হাত রেখে ছুঁয়ে থাকিআর

দিঘির পদ্মগুলি শত দল ম্যালে রাত-নিরালায়

পাশ ফিরে তুমিও ঘুমোও...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন