শুক্রবার, ১ জুলাই, ২০২২

ফটিক চৌধুরী-র কবিতা

অভিমানী আলো

 

আমার জীবন এক কুয়াশাকাতর

জড়িয়েছি নিজেকেই নিজতন্তুজালে

জমে জমে মাটি বুঝি হয়েছে পাথর

এভাবে প্রাণপ্রতিষ্ঠা হয় কোনকালে?

 

যদি লঘু করে দেখ তোমার জীবন

ঠিক ডেকে আনবে নিজের সর্বনাশ

আপাতকঠিন কর নিজেরই মন

প্রয়োজনে তুমি করবে সব বিনাশ।

 

ভেতরের পাথরকে যদি সরাতে পারো

নিজেকেই মনে হবে সর্বশক্তিমান

এরজন্য আর দরকার নেই কারো

পাথর সরে যাবে, বিলুপ্ত অভিমান।

 

কে সে? বুকের পাথর এভাবে সরালো!

অন্ধকারে জাগে সেই অভিমানী আলো।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন