শুক্রবার, ১ জুলাই, ২০২২

রজতকান্তি সিংহচৌধুরী-র কবিতা

দশ লাইন 

 

অন্তঃশীল অভিলাষগুলি আকাশের

ব্রহ্মতালু ছুঁয়ে পৌঁছে যায় 

সমুদ্রের সুকতলা পর্যন্ত যেখানে জলের স্বাদ

শিশুর অশ্রুর মতো নিষ্পাপ লাবণ্যমাখা লোনা

উঠে আসে নাগকন্যা সমুদ্রশ্যাওলায় আধো-ঢাকা

বাতাসের আলিশায় ভর দিয়ে কচি শিশুপাতা

কেঁপে ওঠে ঠিক যেন আলোর ঝালর... 

কুমারী বালুকাবেলা শুষে নিল অরণ্যের রস

কজঙ্গলে ছায়ার ছাউনিতে সেনাসমাগম

হাজার ফুলের গন্ধ আমের মাংসের মতো স্বাদু।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন