শুক্রবার, ১ জুলাই, ২০২২

সাম্য ভট্টাচার্য-এর কবিতা

অলৌকিক

অনেক স্বপ্ন বিচ্ছিন্ন হতে হতে এক হয়ে যায়

      

গতকাল দ্যাখা মিশে গেছিল ভাবনায়

আমি তাকে দেখেছিলাম, বাকির দেখতে পায়নি বলে

পর্যবেক্ষণের কোন স্থান আমার জন্য

                                                   নির্ধারিত ছিল না

দূরত্ব আমাকে তার কাছে নিয়ে এসেছিল

     

অদৃশ্য জন্তুদের জন্য অরণ্য আর যথেষ্ট নয়

তারা সর্বত্র থেকে সর্বত্র যাবে---

ঈশ্বরের অন্ধকারে তাদের আলো তার

             এলোকেশে ছড়িয়ে পড়েছিল---

তারপর মিশে গেছিল আমার বুকের ভেতর

       

আজ ঘুম ভাঙার পর সারাদিন আমি

তাদের আলো মুছে

লুকিয়ে থেকেছি ঈশ্বরের ছায়ায়

 

1 টি মন্তব্য:

  1. দুরন্ত লেখা, একটা টাইপো আছে, 'বাকির' ওটা সম্ভবতঃ বাকী রা হবে, ভুল হতে পারি- অমিতাভ প্রহরাজ

    উত্তরমুছুন