মায়ালুব্ধ জগৎ সাঁতার
আজ কোনো কথা বলব না আর
চাঁদজলে স্নান সেরে লোমফুলে সাজাব দোলনা
আহা মরি মরি হাসতে হাসতে কদম্ববাবুরা
কাছে এসে ডাকবে 'মাধব, চলো নাও চালান করি
তুরূপের খালে, তুড়ুক তুড়ুক করে তেড়ে এসে
ভাটুয়া ভোমরারা সব ঘেটে যাক না-ফোটা কদম'
কুচি থেকে খুলে যাবে স্বর্ণ উষ্ণীষ বর্ম ও বাকল
আজ কোনো কথা নয় বিচ্ছিরি মাতাল ও মরকৎ
ঝনঝন মণি ও মুক্তা লোফালুফি খেলে যাব মমীদের স্থানে
স্নানে যদি গরম অনুভূত হয় হাওয়াকে বলব
'যাইও আমার ঘরে হে বঁধুয়া, বাঁধিব নিদ্রায়'
অতঃপরে শিরস্ত্রাণ খুলে রেখে আশ্চর্য চপল
মায়াবী স্তম্ভের গায়ে হেলে এসে দাঁড়িয়ে দেখাব
কত যাদু ছিল এ মুদ্রায় যদি কথা নাই থাকে
সবই তো ব্যর্থ এই রামধুন নিদেন গজল জলসার
পরিপাটি ধ্যান ও ধামসা নিয়ে ধুন্ধুমার চমক চাতুরি...!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন