একটা খেলা চলছে
আগুনের নীচে পড়ে থাকে ছাই
ছাই আমার ইহকাল পরকাল
বাঁচার লড়াই যন্ত্রণার প্রকাশ
মৃত্যু তাকে গিলে খায় একাল সেকাল
উগরে দেয় সন্ধের তাজা হাওয়ায়
পোড়া পোড়া গন্ধ ভাসে মানুষের
দগ্ধতা থেকে উঠে এসে ছায়া
ভিড় করে দাঁড়ায় মিছিল মিছিল
অবরোধ আর যানজটে নাকাল দুপুর
কুলুপ এঁটে দরজায় দেয় খিল
ঘরে এ.সি. চলে ঠান্ডা নিশ্চিত ঘুম
স্বপ্নেরা হাসে বিদঘুটে ঘুমের ভেতর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন