একটি পরীর গল্প
নিথর জলে যে ছায়াটি কাঁপছে
তার বিষাদ থেকে জন্ম নেওয়া বিকেল
গল্পে গল্পে শুকতারা নামাতো
টিপের মতো সেই তারা
আরও উজ্জ্বল সব গ্রহ নক্ষত্র
আর নীহারিকাপুঞ্জের অলংকার দিয়ে তৈরি
পোষাক পরা পরীটি আমার
হঠাৎ সংসারগন্ধ মেখে
ভুলে গেছে তার
ডানার ব্যবহার!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন