শুক্রবার, ১ জুলাই, ২০২২

বিদিশা সরকার-এর কবিতা

প্রেরণা 


দেশের খবর বলতে সেরকম কিছু নয়
বিজ্ঞাপন দেখে কেনাকাটা
এই মরশুমে আগের বছরের গন্ধ
সোয়েটারে
ক্যালেন্ডুলার ক্রিমে দমবন্ধ নিষিদ্ধ প্রেরণা
আলাদা বিছানা থেকে অন্য ঘরে আসা যাওয়া করে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন