আমার ঈশ্বরী
কাল রাতে তোমাকে দেখেছি স্বপ্নে
ঈশ্বরীর মতো কী প্রসন্ন
দাঁড়ালে আমার পাশে
প্রস্তর প্রতিমা!
ওই ঠোঁট, হাসি, ওই তুঙ্গ স্তন
বড় চেনা ভেবে দু’হাত বাড়াই
তোমাকে স্পর্শ করি
হাতে কাঁপন লাগে না।
আমার সমস্ত রাত বৃথা যায়
তোমার সাধনায়, তবু
তুমি ভাবলেশহীন কী অনড়
পাথুরে ঈশ্বরী –
তোমার করুণাধারায় আমার স্নান,
অভিষেক কখনো হলো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন