বকুল
ঘর থেকে যেই তুমি দু-পা বাইরে আনলে
বাহির তোমাকে টেনে নিল স্রোতের মতো
গাড়ির স্রোত, বাড়ির স্রোত, মানুষের স্রোত
গাছের স্রোত, ভাবনার স্রোত, এইরকম
যত ধরনের স্রোত রয়েছে পৃথিবীতে। একটা
বকুলগাছের নীচে দাঁড়িয়ে তুমি ভাবছো
এত বকুল কীভাবে চারপাশে বিছিয়ে রয়েছে
এগুলো তো কোথাও কোনো স্রোতে ভেসে চলে
যেতে চাইছে না, তারপরেই দেখলে মুহূর্তের ঝড়ে
সব বকুল কোথায় উড়ে চলে গেল চোখের বাইরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন