শুক্রবার, ১ জুলাই, ২০২২

সুধাংশুরঞ্জন সাহা-র অনুবাদ কবিতা


 সিমাস হিনি


একজন চিত্রকর

আমি ভালোবাসি

তার ক্রোধের ধারণা,

জগদ্দল পাথরের বিরুদ্ধে একগুঁয়েমি

এবং সবুজ আপেলের সারাংশের জন্য জুলুম 

 

নিজের ভাবমূর্তির জন্য

যেভাবে তিনি কুকুরের ডাক ডাকেন

এবং নিজের প্রতি বিদ্বেষকে যেভাবে তিনি প্রশ্রয় দেন,

অথবা  বিচিত্র কাজকর্মে নিজেকে  ব্যস্ত  রাখেন,

তাতে এটাই একমাত্র বিষয়বস্তু, যা কাজ করে।

তার প্রত্যাশা পূরণে এই অশিষ্ট আচরণের প্রতি

কৃতজ্ঞতা আর শ্রদ্ধাবোধের অর্থ

তার থেকে আলো চুরির বাহানা মাত্র।


কঠোরভাবে তিনি যেভাবে তার সহিষ্ণুতা ধরে রেখেছেন,

তার মূল কারণ  তিনি সেটাই করেন, যেটা জানেন

তার কপাল হলো ঘাসের মাঠে নিক্ষিপ্ত ধাতব বলের মতো

যা পরিভ্রমণ করে অরঙিন স্থান, আপেল ক্ষেত

অথবা পর্বতের পেছন।



দক্ষ ব্যক্তি

 

কোনো ছাদহীন অট্টালিকার মতোই

তিনি নিজের ভিতর নিজের প্রতিষ্ঠা খুঁজেছেন।

 

তার কাছে পৌঁছতে আমাকে দীর্ঘপথ আরোহণ করতে হয়েছে

এবং অভাবগ্রস্ত হতে হয়েছে জনশূন্য কেল্লার মতো,

পিছিয়ে আসতে হয়েছে চোখ না তুলে,

অথবা চোখের জন্য অনুসন্ধান করতে হয়েছে

তার নিঃসঙ্গতার প্রসারিত বাঁক থেকেই।

 

পরিকল্পিতভাবে তিনি মুঠি আলগা করেছেন এক সময়

তার বইয়ের প্রতিহিংসার এক পাতায়,

আর এটা গোপন কোনো ঘটনা নয়।

এটা একটা পুরনো রীতি।

আমরা সবাই কঠোরভাবে অন্তর্লিখিত,

পশুচর্মের উপর সব চরিত্রই খোদাই আছে

এর আকার আয়োতনে।

 

তিনি বলতেন, সত্য উচ্চারণ কর। ভয় পাবে না।

স্থায়ী,জেদী মনের ভাব

প্রস্তুরখনিমানুষের হাতুড়ি এবং গোঁজ,

আপোষবিমুখ সেবায় যা প্রমাণিত।

সুগন্ধি মলমের প্রস্রবনে মগ্ন

প্রাচীরের ওপরের গাঁথুনির পাথর,

যেখানে তুমি বিশ্রাম নাও।

 

মনে হয়, ফিল্মি কায়দায় অবরোহন করেছি

দেয়ালের রেলিংবিহীন সিঁড়ি দিয়ে।

আর আমার ডানাবেষ্টনী ছাপিয়ে

শুনেছি উদ্দেশ্য এবং অভিযান।


​[কবি সিমাস হিনি (Seamus Heaney)- জন্ম উত্তর আয়ারল্যান্ডে ১৯৩৯ সালে। তিনি একজন আইরিশ কবি। প্রথম জীবনে ফ্রীলান্স লেখালেখি প্রচারের কাজে যুক্ত ছিলেন, পরে অধ্যাপনা বহু পুরস্কারে সম্মানিত কবিতার জন্য পেয়েছেন Whit bread book of the year award ১৯৮৭ এবং ১৯৯৬ সালে এবং সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯৯৫ সালে। তাঁর লেখায় বিশেষভাবে উঠে এসেছে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং ন্যায়বিচার তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে-- Death of a Naturalist(1966), Wintering out(1972), The Haw Lantern (1987) বিশেষভাবে উল্লেখযোগ্য নোবেল জয়ী এই কবি ২০১৩ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।​]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন