শুক্রবার, ১ জুলাই, ২০২২

মলয় রায়চৌধুরী-র ঝুরোগল্প

সুপারি কিলার

কখনও বা মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখতে পান মুখে আলকাৎরা-মাখা ছোকরাদের মুণ্ডু সারা ঘরময় হাওয়ায় ভাসছেতারা হিঁঃ হিঁঃ হাসে আর বলেকেমন আছিস রে ব্যাটা কংশালমুখে রক্ত উঠে মরবি। তুই আর তোর বাপের দলবল আমাদের খুন করে মুখে আলকাৎরা মাখিয়ে  লোহা পট্টির ঠেলায় চাপিয়ে গঙ্গায় নিয়ে গিয়ে ফেলে দিয়েছিলিআমরা ভুলিনি সেসব। এখন রঞ্জিত গুপ্তনিরুপম সেনকণক সামন্তঅনিল ব্যানার্জিরুণু গুহনিয়োগীদেবী রায় কেউই   তোকে বাঁচাতে আসবে না রেদেখে নিসআমাদের বিপ্লব একদিন সফল হবেই। জয় মাও জে দঙচীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। মুণ্ডুগুলো যেমন হঠাৎ এসেছিল তেমনই হঠাৎ মিলিয়ে গেল। মুখময়  ঘাম নিয়ে বিছানায় উঠে বসেন কেবিএস ওরফে কার্তিকবাহন সাহা। সেবিকা শাশ্বতী গোলদার ওনাকে বিছানায় শুইয়ে বলেঘুমের ওষুধ খান আবার মদও খানতাই   আপনার ভালো ঘুম হয় না। এসি আঠারো ডিগ্রি করেচাদর চাপা দিয়ে দিচ্ছি। আমি জেগেই আছিচিন্তা করবেন না। আপনি ঘুমোন তো দিকি কেবিএস বিছানায় শুয়ে শাশ্বতী গোলদারকে বলেনআরে কংশাল মানে সুপারি কিলার সুপারি কিলারদের রেট অনেক বেশি ছিলএখন তো তার চেয়েও বেশিআমার আর আমার বাপের   অমন রেট ছিল না। সুপারি কিলারদের রেট শুধু একজনকে উড়িয়ে দেবার। আমরা অনেক বেশি সংখ্যায় উড়িয়ে পুশিয়ে নিতুম।  তাছাড়া মাও জে দঙ তো হাপিশতার জায়গায় এসেছে শি জিন পিঙহ্যাঃহ্যাঃ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন