একটি অপেক্ষার - মৃত্যু
সময়ের কাঁটার উপর শ্যেন দৃষ্টি জেগে উঠে
যে কোনো মুহূর্তে ছোঁ মারতে পারে উৎসবের গায়ে
ফুটপাতে ফুলেরা ঝরে বিনা প্ররোচনায়
কিন্তু তার আগে বসন্তে হারিয়ে যেতে নিষিদ্ধ কোথায়!
কচি পাতা চিরে ফসলের উদ্ভিন্নযৌবনা শরীর
ধূলি ভিজে ওঠে চুঁইয়ে পড়া সন্ধ্যাটির নত মাথায়
রাঙা হয়ে যায় সিঁথি, তুলসীর আড়ালে ঈশ্বরী ভাষা
পাথুরে নদীর নাভিতে মেঘপালকের ঠোকাঠুকি
তবুও বুক চিতিয়ে নেমে আসে শকুন্তলা কথারা
মেঘে মেঘে ঘুঙুর পায়ে নতুন মৌলবীর আজান
আজান ছড়িয়ে পড়ে কাশের মাথায় কণ্ঠবায়ু নিয়ে
লক্ষণরেখা পেরিয়ে পেঁচার অন্তর্ভেদী দৃষ্টি ঝুলে চৌকাটে
ভ্রাম্যমান রক্তবীজ তাকিয়ে অপেক্ষার গোলকে
ডোমের লাল চক্ষু থেকে উড়ে যায় নামসংকীর্তন।

বাহ্ খুব সুন্দর।
উত্তরমুছুন