কর্মসূচি
প্রতিটি বস্তুর আছে নিজস্ব কর্মসূচি
গাছ ছড়াবে অম্লজান
পা হেঁটে পৌঁছুবে গন্তব্যে
এবং নদী প্রবাহিত হবে তৃষ্ণার দিকে
অন্তর্ভেদী চোখ দেখবে জীবন ও জগৎ
মুখ মর্ম প্রকাশের জন্য
আর সূর্য সময়ের প্রতিনিধি
প্রশ্বাস আয়ুর পরিমাপক
এবং চাঁদ জোয়ার ভাটার সান্ত্রি
জিহ্বা ব্রহ্ম
এবং নক্ষত্র অসীমের স্থিতিস্থাপক
প্রত্যেকে ছোটে তার উদ্দেশ্যের দিকে
কিন্তু আত্মা অনির্দিষ্ট
যার কাজের পরিসমাপ্তি নেই
দারুণ। অন্যরকম অনুভূতির জগৎ।
উত্তরমুছুন