বুধবার, ১ জুন, ২০২২

রাহুল দাশগুপ্ত-র কবিতা

ভোরবেলায় লেখা কবিতা/ ৯

আগুনের কাছে

সে পৌঁছতে চেয়েছিল

একদিন

 

সে কতকাল আগের কথা

এক উষ্ণ প্রস্রবনের ধারে

এক বৃদ্ধের মুখে

 

সে শুনেছিল

এক রহস্যময়, দুর্গম

টিলার কথা

 

আগুন সেখানে

কখনও নেভে না

সে রওনা দিয়েছিল

 

দীর্ঘ সেই পথ ছিল

বরফে ঢাকা

অনেক বরফ পেরিয়ে

 

তবে পৌঁছনো যায়

আগুনের কাছে

সে জেনেছিল

 

তার সঙ্গে যারা ছিল

তারা সব থেমে গেল

ছড়িয়েছিটিয়ে থাকা গ্রামে

 

পথের দুধারে সেই গ্রামগুলি

যেখানে আছে খাদ্য

নারী, আশ্রয়, আরাম

 

সে নিজেও

বিভ্রান্ত হয়েছে

বারবার

 

তবু, স্থির চোখে

সামনে তাকিয়ে

এগিয়ে গেছে

 

পথের দুপাশে রেখে

পাইন আর দেবদারুর সারি

আর একের পর এক সমাধিস্থান

 

সে ভুলতে পারেনি

আগুনের কথা

কেউ কেউ পারে না...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন