কেটলি-ভরা-লিকার সমেত সেলিম উড়ে বেড়ায় পাড়ায় পাড়ায়। আর দরজা খুলে যাচ্ছে মশলা দেওয়া লেবু চায়ের প্রসঙ্গে। পিপাসুরা তাকে জাদুটোনা, অ্যাপাল, সারসাপারিলা এবং নদীমাতৃক পূর্ণতা ব'লে ডাকে। সেলিম কেন নির্দিষ্ট দোকান রাখেনি, এ ব্যাপারে সাইকোথেরাপির প্রসঙ্গ মেশায় ভ্রাম্যমাণতায়। চা-দোকানের ছড়ানো পরিসর সেলিম বুঝলেও, নির্দিষ্টতা বিষয়ে ফোবিয়া আছে তার। কেন তার ফোবিয়া, ফোবিয়াযুক্ত মানুষেরা জানে না। সেলিমের ভ্রাম্যমাণ করিতকর্মায় কোথাও নির্জনতা নেই, ভুতুড়ে পরিধি নেই। তথাপি মনে হয় ভ্রাম্যমাণ স্টোভ থেকে সামাজিক বিপ্লব ছড়িয়ে পড়বে। সেলিমের চা খেয়ে কেউ হাইপার রিয়েলিটিতে চলে যেতে পারে। হয়তো সরকার তাকে জিজ্ঞাসা কোরতে পারে সে সবকিছু বদলে দিতে এসেছে কিনা। সেলিমের চা থেকে পরাবাস্তবিক অবস্থা বেশি দূরে নয়। বাড়ি ফিরে সেলিম দ্যাখে তার রুমালে আঁকা নানারঙের চাঁদের ছবি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন