প্রেমের কবিতা যখন হাইব্রিড
আমি ও আমার কান্না তোমার বাড়ির পেছনে বসে থাকি
তুমি অবশেষে! ছাই ফেলতে এসে অবহেলাকে ফেলে যাও
আমি চোখভরা ছাই নিয়ে দশ জন্ম বসে থাকি
রাত্রি নেমে যায় রাত্রি ঘেমে যায়
আমরা বসে থাকি, জঙ্গলের জিভ জবজবে হেঁটে আসে তোমার প্রিয় নদী
বুনো খরগোশের লোমকূপ থেকে লাফিয়ে পড়ে সূর্য
তোমার প্রতীক্ষায় আমি ও আমার কান্না খুব পুড়ি
দিন ফিরে যায় দিন নীড়ে যায়
চাষিরা জমিনে বুনেছে যে বীজ তা এখন সুবর্ণ ধান
আকাশে ছিটানো মৌল তারকা, আলো ঝিলিমিলি
আমি ও আমার কান্না তোমার বাড়ির পেছন বসেই হই বুড়ো
দেখো অবহেলার চূড়া কেঁপে কেঁপে উঠছে
যতো প্রেম হচ্ছে বুড়ো, এমন গ্লাণি মাখা পাতা ভরা
ত্রিকালদর্শী বটবৃক্ষ যাচ্ছে হেঁটে আমাদের ইতিহাস কাঁধে
আমি ও আমার কান্না বসে আছি, আপেক্ষার নদীতে
বয়ে যাচ্ছে আজ ভীষণ বাণিজ্য তরী
আর করপোরেট মুদি
অবহেলারও আছে বাজার মূল্য জানে না কেবল আমার সন্তান সদ্যপ্রয়াত কান্না
আর তার নতুন ধান অনুভূতি, রবিশস্যগুলি
আমি ও আমার আগুন বসে থাকি কান্নাকে দেখবো বলে
তোমার জৈবঘর কেঁপে কেঁপে উঠে, শীৎকারে কেবলি
সঙ্গমের বর্ণিল ফোনেটিকস্, আহা উফ্
অতএব বিজ্ঞাপনপর্বে প্রশ্ন বুনি, 'হাইব্রিড নয়-কী!
আমি ও আমার কান্না এবং তোমার অবহেলা?'
যদিও, জঙ্গলের ভেতর অনন্ত সংসার গড়েছি...আর প্রিয়তম প্রিজম!
০২
সব বেদনা একই কোম্পানির তৈরি হলেও কালার ও ডিজাইন কিন্তু আলাদা
আমার কেবল কাঁদা ও কাদা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন