সঙ্গে, চলো
হাওয়ার ঢেউয়ের সঙ্গে, প্রকৃতির রঙের সঙ্গে, চলো আমরাও
যাই, আমাকে নিয়ে তুমি চলো, তোমাকে নিয়ে আমি চলি,
সারাক্ষণ, দিন ও রাত, এই চলতে থাকা
তোমার রেশমি মাথার চুল উড়ছে, সাপের ফণার মতো আছড়ে
পড়ছে আমার মুখে, আমাকে তোমার চোখের মধ্যে যেতে দাও
অজানা রশ্মির মতো, নির্বিঘ্ন, নিরুপদ্রব
চারপাশে সবকিছু বড়ো আনন্দিত, সকলেই হাসছে আর
হাততালি দিচ্ছে, আমরা সময়ের স্বচ্ছ গাড়িতে চড়েছি, এগিয়ে
যাচ্ছি সবার সামনে দিয়ে, এই হাসি, মনে রাখার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন