ভাঙা দুর্গের কাছে
একা একা ধ্বনিময় বারান্দায় মায়া বাড়িয়ে
অনেকক্ষণ বসে থেকে অতীতকালের দিকে
আর এক-পা এগিয়ে গেলে তুমি....
আঁকাবাঁকা পথ ধরে অনেকক্ষণ হেঁটে
তারপর পৌঁছে যাও অজস্র বুনোফুলে ঢাকা
এক ভাঙা দুর্গের কাছে, যেখানে জমা আছে
আমাদের সকলের শৈশব, কৈশোর, প্রশ্রয়ের আস্তানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন