মাটি যে পাথর হয়
শোনা কথায় কান দিই না আর
কাটা কান উড়ে যায় আকাশে
আকাশে খেলা করে আমার কান
কান পাতলেই শোনা যায় তার গান
বিপদের কথা ভাবিনি একবারও
তাই অনায়াসে এসেছি এতটা পথ
কেন যে গায়ে গা লাগিয়ে কথা বলে না কেউ
খোলা জায়গায় দাঁড়িয়ে সেকথা ভাবে নাতবৌ
নীতিকথায় আর কিছু এসে যায় না কারও
পলাশ ফুটে যায় নিজস্ব নীতিবোধে
তিল তিল করে গড়ে ওঠে যে তিলোত্তমা
তারও আর নেই কোনো নতুন উপমা
পশ্চিমে উঠেছে রোদ পুবেও তার তোড়জোড়
সকাল গেল বিকেল গেল তারপর বৃষ্টি রাতভোর
এমন রাতেই শুধু বলা যায় মুখ ফুটে
মাটি যে পাথর হয় কতটা তাপে ও চাপে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন