পেরিয়ে যাব বলেই
পেরিয়ে যাব বলেই বুঝি পেরিয়ে যাবার সাধনা
শুখা চরের তপ্ত বালুর পরে কৃতজ্ঞতা বোধ
নীল মৃত্যু গন্ধ জড়িয়ে নেমে আসে
রায়ডাক তীরবর্তী অচিন আঁধারে
তুমিও কি জড়িয়ে নেবে সমকালীন সমঝোতা
বারান্দার একপাশে টুলের উপর রাখা বেড়াজাল
সময় পেরিয়ে গেলেও সংবাদ দেওয়ার কেউ নেই
সব কিছু সহ্য করে করে
ছায়াকে ভাবি উপযুক্ত শিক্ষক
বহু কথার পর আসে পরিবর্তন ঢেউ
কাঙ্খিত সময়টুকু থেকে যায় শুধুই তোমার
পেরিয়ে যাবার অক্লান্ত সাধনা পেরিয়ে যাব বলেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন