গোলপোষ্ট
সামনেই গোলপোষ্ট। ফুটবল যাচ্ছে, পিছিয়ে আসছে, জালে জড়াচ্ছে ---
হাসপাতালের করিডোর একটা দিগন্ত প্রসারী ফুটবলের মাঠ!
তাদেরই গোলপোষ্টে ঝুলে আছে অনেকগুলো জালে আটকানো দরোজা
চক্ষু বা শরীর মেরামতের জন্যে যারা আজকাল ময়দানে আসছে
হাসপাতালের দরোজা দিয়ে তারা জড়িয়ে যাচ্ছে জালে।
ফুটবলের মতো গড়িয়ে গড়িয়ে আসা মানুষজনকে
গিলে গিলে খাচ্ছে এই ময়দানের বড়ো বড়ো প্লেয়ার,
হাড় জিরজিরে কিছু কিছু মানুষ মিলিয়ে যাচ্ছে গোলপোষ্টের আড়ালে!
অন্ধ করিডোর আর দরোজাগুলো পেরিয়ে
কেউ কেউ কোনক্রমে জাল কেটে ফিরে আসছে নিজের গ্যালারীতে;
দর্শকদের আসনে বসতে গিয়ে সে দেখছে
তার জায়গা দখল নিয়েছে তারই মতো কয়েকজন চশমা-ভাঙ্গা লোক,
গায়ে তাদের ফর্মালিন কিংবা জালের আঁশটে গন্ধ।
সামনেই গোলপোষ্ট। মানুষেরা এগোচ্ছে, পিছিয়ে আসছে, জড়িয়ে যাচ্ছে জালে!
অসাধারণ
উত্তরমুছুন