রাজবন্দনা
রাজা বরাবরই চেয়েছেন বন্দনা হোক তার প্রতিদিন
তাই তিনি পাশে চান সভাকবি বিদূ্ষকদল অজস্র
যারা কেবলই বলবে রাজা কোন অন্যায় করে না
বন্দনা স্বরূপও তারা পায় সন্মান মূল্যবান
কত যে সাহায্য তিনি দেন স্তূতির বিনিময়ে অঢেল
সিংহাসন তার অটুট রাখতেই তিনি চান দাসানুদাস
একদল বশংবদ স্তাবক পুরস্কার ও তিনি দেন
সাম্মানিকের লোভেই ভিড় করে লোভী শিল্পীর দল
পেয়েও তারা যায় তাদের কাঙ্ক্ষিত প্রাপ্যগুলি
চলেছে যুগ যুগ এমনই বন্দনার চিত্র বিচিত্র
প্রতিবাদী যারা শিশুর মতন তারাই বলতে পেরেছে
রাজার সকল কুকর্ম দুষ্কর্ম নির্ভয়ে দুঃসাহসে
তারাই বরেণ্য মানুষ পায় মানুষের শ্রদ্ধা ভালোবাসা
বিদূষক কখনো নয়তো আদর্শ চরিত্র জনতার।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন