মূর্খের ভাষা কেমন হবে তা সবাই জানে
শুধু কৌতূহলের কাছে এসে জানতে চায়:
কখন শিক্ষিতরাও তবে মূর্খ হয়ে যায়?
মানুষ কি আদৌ শিক্ষিত হতে জানে?
আমরা বরং নীরবতা থেকে ফিরে আসি
আর হাওয়ায় ভাসিয়ে দিই কথাদের
সম্মার্জনী তুলে ধরে কোনো কোনো ঝাড়ুদার
কারও কারও নতুন নরুনের মতো ঠোঁট কাঁপে
বিশেষণে নির্বিশেষ ক্রিয়ার আবেগ মেশায়
ভাষাদের নিয়ে ব্যবসা জমে ওঠে খুব
অথবা রাজনীতির মাঠের ফুটবল গড়ায়
আমরা সংস্কৃতি পাড়ার বিপন্ন রিপোর্টার
ভাষা শুনতে শুনতে ভাষা ভুলে যাই
শুধু এক কৌশলের অসভ্য কালচারে
ভাষাও শরীর বিক্রি করে নেতার দরবারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন