রবিবার, ১ মে, ২০২২

রবীন বসু-র কবিতা


আমাদের প্রতিবাদ

প্রকৃত অর্থে আমি কি কোন অসফল সমাধান

না কি আলোচনা টেবিলে ভেস্তে যাওয়া

পারস্পরিক চুক্তিহীনতা!

চুক্তির তো বহুবর্ণ স্তর, স্তরের প্রলেপ

প্রকোষ্ঠে প্রকোষ্ঠে অভিসন্ধি, উদ্দেশ্য নিহিত 

তাকে জড়িয়েছে ভয়, বিস্মিত অবাক

মিথ্যাচার ঘিরে থাকে সামাজিক আবেষ্টন;

আমিও প্রস্তুত হই অন্যতর যুদ্ধে

সীমানা লঙ্ঘন নয়, ভিতরের দেয়াল পেটাই

উত্তপ্ত নরম লোহা আঘাতেই সেভ পাবে;


ধারালো চিৎকার নিয়ে আমাদের প্রতিবাদ ভেঙে পড়ে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন