যাত্রা
চৌচির, তুমি হাঁটু গেড়ে বসে থাকো
নীল আকাশের বুকে সংঘর্ষ দোপাটি ফুলের
কুঁড়ি দেখা যায়
ছড়ানো কালো মেঘের ব্যাপ্তি
ফ্যাকাশে চাঁদের আলোর ঢেউয়ে
পৃথিবী ভাসে
পোড়া গাছে ঝোলে সুন্দর পাথর ফল।
--- এই গরিমা বুকে, পিঠে, মাথায় নিয়ে হাঁটে
সময়ের পর ধরে
এগিয়ে যায় নিস্তরঙ্গ মানুষেরা
ছদ্মবেশে পেরিয়ে যায় অনন্ত জলাভূমির দিকে--
পরিচ্ছন্ন এবং নির্ভুল ভাবে কবিতা টি প্রকাশিত হয়েছে। অভিনন্দন
উত্তরমুছুন