মনোলগ
এজমালি চাষ উঠে গেছে কবে, এখন
সব জমিই ক্যানেলের পাশে, বড়জোর আড়াই একর
তবুও, জলের শুশ্রুষা দিতে ম্যাজিক-বাক্স কেউ চালিয়ে রেখেছে
পাঁচ অশ্ব-শক্তির ক্ষমতা রাতকে দিন করে দিতে পারে
সেই সত্য পরীক্ষিত--এই ঘষা চোখে
হাল আমলের পোশাক এখন সর্বত্রগামী
মনোগ্যামিক ধুতি ও ফতুয়া দেখে
----- তার চোখ বেয়ে নেমে আসে
ত্রিমাত্রিক বাতিল ও কৌতুক-ফোয়ারা ও কিছুটা সাম্য
ঘটমান বর্তমানের এই অনুপাতে
শহরের ফিসফাস চাপা পড়ে যায়...
চমৎকার কবিতা।
উত্তরমুছুনধন্যবাদ @Soumitra Chakraborty
উত্তরমুছুন