রবিবার, ১ মে, ২০২২

দুর্গাদাস মিদ্যা-র কবিতা

 

নিষিদ্ধ বারান্দায় দাঁড়ালে

নিষিদ্ধ বারান্দায় দাঁড়ালে

প্রতিপক্ষ পায়ে পা দিয়ে

ঝগড়া করতে পারে। 

বিপরীত বাতাসে উল্টে 

দিতে পারে পানসি। 

নিষ্পাপ মনে দাঁড়ালেও

অযথা পাপের বোঝা 

ঘাড়ে চেপে বসতে পারে। 

ভালোমানুষীর দিন শেষ

এখন আর তেমন পরিবেশ নেই

হাসিমুখে পাশে দাঁড়িয়ে  

তোমার সাফল্যে বাহবা দেবে

বিনা  বাক্যব্যয়ে ঝগড়ার ধূম

লাগিয়ে তোমার স্বস্তির ঘুম 

কেড়ে নেবে। ভালোমানুষীর 

পানসি ডুবে যাবে জলে

নিষিদ্ধ বারান্দায় দাঁড়ালে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন