রবিবার, ১ মে, ২০২২

সুবীর ঘোষ-এর কবিতা

ক্ষমার চিহ্ন

কীভাবে কখনো পায়ের শব্দ জলের দোলার কাছে যায়!

নম্র বাতাসে ভয়ের উৎস দুর্বার দিনে স্বরাঘাত।

বুঝতে পারা বা না পারাকে ঘিরে জেগে ওঠে প্রতিযুক্তি

বিষয় আশয়ে ক্ষমার চিহ্ন দূরবিস্তারী ছায়াঘাট।

চমকে চেও না বৃষ্টিহিমের জ্বালা উপশমে জেরবার

কখনো আসে না ইষ্ট অতিথি অতি সাবধানে দিন যায়।

গহ্বরে ফেরে শুদ্ধ জলের ক্ষীণকায় স্রোত বাধা মেনে

পাগলের কাছে কীর্তন শোনা মোহময় মনে রাত জাগা।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন