শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

রবীন বসু-র কবিতা

শূন্যের মাঝে


ঘোষিত দূরত্ব থেকে বন্ধুত্বের অভিমান

গড়িয়ে গড়িয়ে চলে নিঃশব্দে। এই যে 

সম্পর্কস্রোত, আনজান স্মৃতি বিষাদকে 

ছুঁয়ে দিলে শিশির ঝরে টুপটাপ;

অলিখিত ডায়েরির পাতা ছিঁড়ে

সমান্তরাল শোক হেঁটে গেলে

মৌন-মুখরতা দিক ভোলা হয় ;

অচেনা উচ্চারণ গায়ে মেখে

আলপথ উঠে আসে নিজস্ব গমনে;

প্রতিটি ভ্রমণ শেষে যে অভিজ্ঞতা

তাকে তো জারিত করে নতুন ইচ্ছারা ;

আনুভূমিক তাপ উত্তাপ 

বিপর্যস্ত চলাচল ঘিরে ফাঁদ পাতে

অদৃশ্য লাটাই কার হাতে তা অজানা

তবুও সময়তাড়িত এই অপেক্ষা

শূন্যের মাঝে দোল খায় ক্রমাগত

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন